• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

এ সএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪১ পিএম;
এ সএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
এ সএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

 .

নাসিরমাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): নিজ প্রতিষ্ঠানের পরিবর্তে প্রায় ১০ কিলোমিটার দূরে পরীক্ষা কেন্দ্র নির্ধারণের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির এসএসসি পরীক্ষার্থীরা।.

 .

বুধবার (সকালউপজেলার হাজিরহাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে তারা পরীক্ষা কেন্দ্র পূর্বের ন্যায় নিজ বিদ্যালয়ে বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। প্রশাসনের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা পরে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায়।.

বিক্ষোভে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থী নুর করিমআব্দুল্লাহ জাহিদসহ কয়েকজন জানানবিগত কয়েক বছর ধরে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা নিজস্ব কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে সম্প্রতি কুমিল্লা শিক্ষা বোর্ড আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করলে সেখানে তাদের পরীক্ষা কেন্দ্র হিসেবে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত তোরাবগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়কে নির্ধারণ করা হয়।.

শিক্ষার্থীরা আরও জানানহাজিরহাট সরকারি মিল্লাত একাডেমিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা লেখাপড়া করে। নতুন  সিদ্ধান্তের ফলে অনেক পরীক্ষার্থীকে প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে পরীক্ষায় অংশ নিতে হবেযা সময়সাপেক্ষ  ব্যয়বহুল। এতে পরীক্ষার্থীদের ভোগান্তি বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে পূর্বের পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবি জানান তারা।.

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাখাওয়াত হোসেন বলেন, “হঠাৎ করে বোর্ডের এমন সিদ্ধান্তে শিক্ষার্থী  অভিভাবকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। তবে এটি সরকারি সিদ্ধান্ত হওয়ায় আমাদের করার তেমন কিছু নেই।.

 .

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বমোতৌহিদুল ইসলাম জানানশিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে বাস্তবতার আলোকে পুনর্বিবেচনার জন্য বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।.

 .

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরাহাত উজ জামান বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সুন্দর সমাধানের চেষ্টা করা হবে।. .

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ